শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিশিষ্ট ব্যক্তিদের নামে স্টেডিয়াম

জাতীয়  ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পরিষদের চেয়ারম্যান মোঃ আহাদ আলী সরকারের সভাপতিত্বে ক্রীড়া পরিষদ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুরের টঙ্গীতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন স্টেডিয়ামের নাম সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্ল্যাহ মাস্টারের নামে এবং বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের নামে নির্মাণাধীন খুলনা সুইমিংপুল নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া দেশের কিংবদন্তী ফুটবলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রায়ত চিং হা মং চৌধুরী মারীর নামানুসারে রাঙ্গামাটি জেলা স্টেডিয়ামকে ‘রাঙামাটি মারী স্টেডিয়াম' ও রাঙ্গামাটি ব্যায়ামাগারকে বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ‘অধ্যাপক কুমার সমিত রায় ব্যায়ামাগার' এবং সাবেক কৃতী ফুটলার ও রাঙ্গামাটি পুরাতন স্টেডিয়ামের নাম প্রখ্যাত মুক্তিযোদ্ধা শহীদ শুক্কুরের নামে ‘শহীদ শুক্কুর স্টেডিয়াম' নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামূল বারী এবং সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহম্মেদসহ পরিষদের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ