যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গতকাল সোমবার এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজেছে পুলিশ।
গুলিতে হতাহতদের সাথে বন্দুকধারীর পারিবারিক সম্পর্ক রয়েছে। নিহতদের মধ্যে বন্দুকধারীর সাবেক স্ত্রী এবং তার ভাতিজিও রয়েছে। সন্দেহভাজন ওই বন্দুকধারীর নাম ব্র্যাডলি উইলিয়াম স্টোন (৩৫)।
পুলিশ বলছে, সামরিক উর্দি পরা ওই বন্দুকধারী ছিল সশস্ত্র এবং বিপজ্জনক। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
তিনটি ভিন্ন ভিন্ন স্থানে গুলি চালিয়ে ঐ বন্দুকধারী এসব হত্যাকাণ্ড ঘটায়। বন্দুকধারী একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সূত্র: বিবিসি,এপি