নাউরু ও ম্যানুস দ্বীপের অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র একমত
অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র পাপুয়া নিউ গিনি ও ম্যানুস দ্বীপের আটককেন্দ্রে অবস্থানরত অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসনের বিষয়ে একমত হয়েছে।
চুক্তির আওতায় অভিবাসন প্রত্যাশীদের মূল্যায়নের পর যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত তাদেরকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চুক্তিটি নিশ্চিত করেন। তিনি বর্তমানে নিউজিল্যা- অবস্থান করছেন।
ম্যানুস দ্বীপ, পাপুয়া নিউগিনি ও নাউরু দ্বীপের শরণার্থী কেন্দ্রগুলোতে প্রায় ১ হাজার ২শ’ অভিবাসন প্রত্যাশী রয়েছে।
নৌকায় করে অবৈধভাবে এই সব দ্বীপের উপকূলে যারা পৌঁছেছে অস্ট্রেলিয়া তাদেরকে আটককেন্দ্রে রাখার নীতি গ্রহণ করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অস্ট্রেলিয়ার এই নীতির সমালোচনা করেছে।
রোববার এই চুক্তি ঘোষণা করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ধীরে ধীরে অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কতজন শরণার্থীকে পুনর্বাসিত করা হবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
তবে তিনি বলেন, এক্ষেত্রে নারী, শিশু ও পরিবারকে অগ্রাধিকার দেয়া হবে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর এর মাধ্যমে চুক্তিটি বাস্তবায়িত হবে।
কেরি বলেন, ইউএনএইচসিআর এর সঙ্গে তার দেশের ‘নিবিড় সম্পর্ক’ রয়েছে। যুক্তরাষ্ট্র ‘সেখানকার ও বিশ্বের অন্যান্য স্থানের শরণার্থীদের’ সহায়তা করে আসছে।-বাসস