শ্রীনগরে পলাতক আসামী গ্রেফতার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের মাঘঢাল গ্রাম থেকে ৩ টি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। ১ লা মে মঙ্ঘল বার সন্ধ্যা ৭ টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঘরা অস্থায়ী ক্যাম্পের পুলিশের ইনচার্জ এস .আই মীর শহিদুর রহমানের সহযোগীতায় ৩ টি হত্যা মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী সূর্যখা ওরফে আমীরহোসেন এর ছেলে বাবু ওরফে রাজিব (৩০)কে গ্রেফতার করে। সূত্রে জানা যায়, উপজেলার বাঘড়রা ইউনিয়নে মৌসুমি হত্যা মামলা, যাহার মামলানং ৩(৬)১২। যুবলীগ নেতা শাহীন হত্যামামলা। যাহার মামলানং- ১৭(৩)১৪ ও দোহারের একটি হত্যা মমলা। যাহার মামলানং-১৮(৮)১১ কে গ্রেফতার করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস.এম আলমগীর হোসেন জানায়, ৪ বছরের বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে থানা পুলিশ গ্রেফতার করে।