ক্রিকেট খেলায় রান সংগ্রহ করতে না পারায়
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের কাপাসিয়ায় ক্রিকেট খেলায় রান সংগ্রহ করতে না পারার দ্বন্দে এক খেলোয়াড়ের ছুরিকাঘাতে অপর এক কিশোর নিহত হয়েছে। এসময় স্থানীয়রা ওই খেলোয়াড়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের নাম মামুন (১৭)। সে কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গাজীপুরের কাপাসিয়ায় আড়াল গ্রামের উঠতি বয়সের কিশোর-তরুণদের দুটি পক্ষ শুক্রবার সন্ধ্যায় বাজিতে স্থানীয় ইটখোলা মাঠে ক্রিকেট খেলে একটি পক্ষ হেরে যায়। খেলায় রান সংগ্রহ করতে না পারায় মামুনের সঙ্গে খেলোয়াড় শাওনের বাকবিতন্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় শাওন তার কয়েক সহযোগিকে নিয়ে মামুনের উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় মামুনের বুকে ছুরিকাঘাত করে। আহত মামুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মামুনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এলাকাবাসী এসময় শাওনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক শাওন বর্মণ (১৮) একই গ্রামের (আড়াল) বর্মণ পাড়ার পরিদাশ বর্মণের ছেলে। এঘটনায় শনিবার নিহতের মা হাদিয়া বেগম হাদী বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। এদিকে গ্রেফতারকৃত শাওন শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শনিবার শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।