আনোয়ারের সম্মানে দলের সভাপতির পদ ছাড়ছেন আজিজা!
৮ জুলাই, নিউ স্ট্রেইট টাইমস : মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের অংশ আনোয়ারের ইব্রাহিমের পিকেআর পার্টির সভাপতি পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব পালন করেছেন আনোয়ারের স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। ইতোমধ্যে দলটি দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ আজিজাকে সভাপতি হিসেবে দেখতে আগ্রহী এবং অন্যরা চাচ্ছেন, মহাথির মুহাম্মদের কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে প্রস্তুতির জন্য দলে আনোয়ারের প্রত্যাবর্তন হোক। তবে বিশ্লেষকেরা বলছেন, স্বামী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে দলের প্রধান করতে আজিজা স্বেচ্ছায় সভাপতির পর ছাড়তে পারেন। আগামী আগস্টে দলের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে আনোয়ারকে সভাপতির পদে অধিষ্ঠিত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাজনৈতিক বিশ্লেষক ড. এনামুল আযেলি হাসানুল মনে করে করেন, একজন রাজনীতিক ও পার্লামেন্টের একজন সদস্য হিসেবে আনোয়ার ইব্রাহিম প্রত্যাবর্তন করতে চাইলে আজিজা দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন।