সমর্থককে ঘুষি মারলেও শাস্তি পাননি নেইমার
রাগের মাথায় এক সমর্থককে ঘুষি মারলেও আইনানুগ কোনো শাস্তি হচ্ছে না নেইমারের। মামলার আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার জন্য নেইমারকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। তবে ব্রাজিলিয়ান তারকার কোনো শাস্তি হচ্ছে না। ঘটনাটি ছিল গত ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের বিপক্ষে। যেখানে টাইব্রেকারে হেরে শিরোপা খোয়ায় নেইমারের দল পিএসজি। সেই ম্যাচ দিয়ে জানুয়ারির পর পিএসজির জার্সিতে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। কিন্তু ওই ম্যাচে নিজে গোল করলেও টাইব্রেকারে হেরে যায় গত চার আসরের চ্যাম্পিয়নদের বিদায় প্রত্যক্ষ করতে হয় তাকে।ম্যাচ হেরে মেজাজ হারিয়ে বসেন নেইমার। সতীর্থদের সঙ্গে মাঠ থেকে ড্রেসিং রুমে ফেরার সময় এক দর্শকের মুখে ঘুষি মেরে বসেন। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ঘটনার পরে ওই সমর্থকের হয়ে মামলা করেন এক আইনজীবী। তিনিই জানিয়েছেন, নেইমারকে সতর্ক করা হয়েছে কিন্তু তার কোনো শাস্তি হচ্ছে না। ইন্টারনেট।