শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

‘‘বি’’ লীগের দ্বিতীয় স্তর চালু হচ্ছে

স্পোর্টস রিপোর্টার : পেশাদার ফুটবল লীগের দ্বিতীয় স্তর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত কয়েক মৌসুম ধরে ‘‘বি’’ লীগের দ্বিতীয় স্তর আয়োজনের উদ্যোগ নিয়েও ক্লাবগুলো তেমন সাড়া না দেয়ায় বাফুফে এটা বাস্তবায়ন করতে পারেনি। দ্বিতীয় স্তর না থাকায় ‘‘বি’’ লীগে প্রতি আসরেই সরাসরি দুই একটি ক্লাব খেলার সুযোগ পেয়ে আসছে। ফরে লীগের আকর্ষণ অনেকাংশে কমে যায়। লীগের চারটি আসর ইতোমধ্যেই হয়ে গেলেও ক্লাবগুলোর মাঝে পেশাদারিত্বের ছোঁয়া লাগাতে পারেনি বাফুফে। ক্লাবগুলোর নিজস্ব স্টেডিয়াম থাকা ছাড়াও আর্থিক সচ্ছলতা থাকার বিষয়টিও নিশ্চিত করতে পারেনি। লীগের সময়কাল নির্ধারিত না থাকায় অংশগ্রহণকারী ক্লাবগুলোর অধিকাংশই আর্থিক সমস্যায় পড়ে যায়। অনেক ক্লাবই ফুটবলারদের পাওনা অর্থ পরিশোধ করতে পারেনি বলেও অভিযোগ রয়েছে। বিদেশী ফুটবলারের পাওনা অর্থ পরিশোধ না করায় বড় অংকের জরিমানা গুণতে হচ্ছে শেখ রাসেলকে। ফিফা শেখ রাসেলকে আফ্রিকান ফুটবলার আব্দুল্লাহর পাওনা ২৭ লাখ টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছে। এমন পরিস্থিতিতে বাফুফে ‘‘বি’’ লীগের ফরমেটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। লীগের দ্বিতীয় স্তরে অংশ নিতে ইতোমধ্যেই ক্লাবগুলোর ব্যাপক সাড়া পড়েছে। বাফুফে সূত্রে জানা যায়, দ্বিতীয় স্তর খেলতে ১৫ দল আগ্রহ প্রকাশ করেছে। বাফুফেতে আবেদনপত্র জমাকৃত দলগুলো হচ্ছে-ওয়ারী ক্লাব, বাংলাদেশ বয়েজ ক্লাব, সিটি ক্লাব, উত্তর বারিধারা, ঢাকা ওয়ান্ডারার্স, নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ, মহাখালী একাদশ, সিলেট ফুটবল ক্লাব, কক্সসিটি ফুটবল ক্লাব, বাড্ডা জাগরণী সংসদ, অগ্রনী ব্যাংক লিমিটেড ও সিলেট বিয়ানীবাজার ক্লাব। উল্লেখ্য, বিয়ানীবাজার সিলেট ও নারায়ণগঞ্জ শুকতারা ক্লাব ২০১০ সালে ‘‘বি’’ লীগের মূল আসর খেলে নেমে গিয়েছিল। তেমনি এবার ‘‘বি’’ লীগ থেকে বিদায় নেয়া চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডান বিধি অনুযায়ী দ্বিতীয় স্তরে সরাসরি খেলার সুযোগ পাবে। আগামী ২৫ ও ২৬ জুলাই ক্লাবগুলোর কর্মকর্তাদের সাক্ষাৎকার নিবে বাফুফে। যার মাধ্যমে আটটি দল বাছাই করা হবে বলে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ