শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নারায়ণগঞ্জ প্রিমিয়ার ক্রিকেটে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরলো নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী। গতাকাল শনিবার ওসমানী পৌর স্টেডিয়ামে এ মওসুমের প্রিমিয়ায় ক্রিকেট লীগের ফাইনাল খেলায় তারা ৯ উইকেটে পরাজিত করেছে নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবকে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্যারাডাইজ কেবলস লিমিটেডের পৃষ্ঠপোষক চায় প্যারাডাইজ কেবলস প্রিমিয়ার ক্রিকেট লীগের পর্দা নামলো এ খেলার মাধ্যমে। পূর্ব রাতে বৃষ্টি হওয়ায় মাঠ ছিল ভেজা। সুযোগ নেয় একাডেমী দলনায়ক। টস জিতে মো. শরীফ রাইফেল ক্লাবকে ব্যাট করতে পাঠায়। একাডেমীল বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ রাইফেলের ব্যাটসম্যানরা ঠিক মতো খেলতে পারছিলেন না। খেলায় আম্পায়ারদ্বয় শুরুতেই ওভার কার্টেল করে দেন। ৪০ ওভারের ম্যাচে রাইফেল ক্লাব ৩০.৩ ওভারে সবক'টি উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে অভিজ্ঞ সুমন ভূঁইয়া অপরাজিত ৩৩ রান করেন। ইমরান ২০, রাজিব ঘোষ ১৭ এবং দলনায়ক মাসুম করেন ১২ রান।

 রাইফেল ক্লাবের ব্যাটিং-এ ধ্বংস নামান একাডেমীর ক্যাপ্টেন শরীফ। ৩ ওভার বল করে ১২ রানের বিনিময়ে পান ৩ উইকেট। ১০৭ রানের মামুলি স্কোর করতে একাডেমীর ব্যাটসম্যানরা বেশি সময় নিতে চায়নি। ১৩.৫ ওভারেই তারা পৌঁছে যায় জয়ের বন্দরে। দলের পক্ষে ওপেন করতে এসে তন্ময় বাবু ও মিশাল মারকাটারি ব্যাটিং তান্ডবে ব্যতিব্যস্ত করে ফেলেন রাইফেলের ফিল্ডারদের। তন্ময় বাবু ৩ ছক্কা আর ৮ বাউন্ডারিতে অপরাজিত ৬২ রানের ইনিংস উপহার দিয়ে ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটাও বগলদাবা করেন। মিশাল করেন ৪০ রান ৫ বাউন্ডারি আর ২ ছক্কায়। রাইফেলের আশিকুর রহমান জন একমাত্র উইকেটটি পান।

স্কোর : নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব: ১০৬/১০ (৩০.৩ ওভারে) সুমন ভূঁইয়া ৩৩, ইমরান ২০, রাজিব ১৭, মাসুম ১২। অতিরিক্ত ৭। মো. শরীফ ৩/১২, শামিম ২/১৫, শাখিল ২/১৬।

নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী : ১১২/১ (১৩.৫ ওভারে) তন্ময় বাবু ৬২, মিশাল ৪০, জন ১/২৩। -সংবাদ বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ