Quantcast
ঢাকা, বুধবার 6 March 2013, ২২ ফাল্গুন ১৪১৯, ২৩ রবিউস সানি ১৪৩৪ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

| পড়া হয়েছে: ৪২৯৫ বার | মন্তব্য টি

মূলপাতা » প্রথমপাতা

জামায়াত-শিবিরের বিরচদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস

মাদরাসার শহীদ মিনার ভাঙ্গার সময় যুবলীগ নেতা আটক

বগুড়া অফিস : বিশ্ব বরেণ্য মুফাস্সির আল­­ামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বগুড়ার উত্তাল জনতার বাঁধভাঙ্গা জোয়ার থামাতে ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা জাতির গর্ব ও অহংকারের প্রতীক বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে জামায়াত-শিবিরের ওপর দোষ চাপানোর ভয়ঙ্কর খেলা শুরচ করেছে। গতকাল জেলার শেরপুর উপজেলার শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসার শহীদ মিনার ভাংচুরের সময় ছাত্রদের হাতে ধরা পড়েছেন শহর যুবলীগের যুগ্ম আহবায়ক তবিবর রহমান টিপু। জামায়াত-শিবিরকে ফাঁসাতে এই ঘটনা ঘটানো হচ্ছিল বলে জানা গেছে।

মাদরাসার আবাসিক ছাত্র আব্দুল হালিম, শিহাব ও সামিউল জানায়, গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে শেরপুর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক তবিবর রহমান টিপুসহ তিন যুবলীগ কর্মী একটি মোটর সাইকেলে করে মাদরাসার ভেতরে প্রবেশ করে। তারা শহীদ মিনার ভাঙ্গা শুরচ করলে আবাসিক ছাত্ররা টের পেয়ে তাদের ধাওয়া করে। দু’জন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ছাত্ররা যুবলীগ নেতা টিপুকে ধরে ফেলে। থানায় খবর দেয়ার পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মাদরাসার সভাপতি, বগুড়া-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য এসপি হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন। শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম যুবলীগ নেতা টিপুকে আটকের কথা স্বীকার করেছেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে যুবলীগ নেতা-কর্মীরা মাদরাসায় এসে জড়ো হয়। তাদের বাধার কারণে কোন সংবাদকর্মী শহীদ মিনারের ছবি তুলতে পারেনি। আটক যুবলীগ নেতা টিপুকে ছাড়িয়ে নিতে জোরালো তদবির চলছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শহীদ মিনার ভাঙ্গার নেতৃত্বদানকারী যুবলীগ নেতা টিপু শেরপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, আওয়ামী লীগ নেতা ও পৌরসভার কাউন্সিলর বদরচল ইসলাম ববি’র ভাই। আটকের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা থানায় তদবির শুরচ করেছেন। তারা টিপুকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করছেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে দেশের নানা প্রান্তে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা চালিয়ে যেভাবে জামায়াত-শিবির কর্মীদর ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে তারই ধারাবাহিকতায় বগুড়ার শেরপুরে শহীদ মিনার ভেঙ্গে  জামায়াত ও শিবিরের ওপর দোষ চাপাতেই যুবলীগ নেতার নেতৃত্বে মাদরাসার শহীদ মিনার ভাঙ্গা হচ্ছিল। বিষয়টি জানাজানির পর তোলপাড় শুরচ হয়েছে। যুবলীগ নেতার শহীদ মিনার ভাঙ্গার ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

উলে­খ্য, বর্তমান সরকারের শাসনামলে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে এই আধুনিক ডিজাইনের এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।