বিকেএসপির শিরোপা পুনরুদ্ধার
স্পোর্টস রিপোর্টার : অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকিতে শিরোপা পুনরুদ্ধার করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। গতকাল সোমবার টুর্নামেন্টের ফাইনালে বিকেএসপি ৪-০ গোলের সহজ পার্থক্যে রাজশাহী জেলা দলকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। প্রথমার্ধে পেনাল্টি কর্নার হিটে গোল দুটি করেন খোরশেদুর রহমান। বিরতির পর দ্বীন ইসলাম ও রুম্মান সরকারের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বিকেএসপি। উল্লেখ্য, জাতীয় যুব হকির ২৩তম আসরে এ নিয়ে ১১ বারই শিরোপা ঘরে তুললো বিকেএসপি। সর্বশেষ তারা ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০০৭ সালের পর মাঝখানে শুধু একবার প্রতিযোগিতা মাঠে গড়ায়। গতবার আয়োজিত প্রতিযোগিতায় বিকেএসপি সেমিফাইনাল থেকেই বিদায় নেয়। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মুজিবুর রহমান।