বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বরিশালে সমমনা ইসলামী ১২ দলের মতবিনিময় সভা

বরিশাল অফিস : বরিশালে সমমনা ইসলামী ১২ দলের এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সমমনা ইসলামী ১২ দল বরিশালের আহবায়ক মাওলানা মোঃ আবু আব্দুল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবু ইউসূফ, মাওলানা শফি উল্লাহ তালুকদার, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা আবু তামিম, মাওলানা আব্দুল্লাহ বীন শহিদ, মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা আব্দুল আলীম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কমিউনিস্টরা ইসলামী রাজনীতি বন্ধের জন্য দেশব্যাপী হরতাল ডেকেছে। সরকার এ হরতাল পালনে পৃষ্ঠপোষকতা করছে। আমরা কমিউনিস্ট নামের নাস্তিক্যবাদী শক্তি এবং তাদের ধৃষ্টতার তীব্র নিন্দা জানাই। আলেম-ওলামাদের এ দেশে তাদের ইসলামী রাজনীতি বন্ধের দাবিতে হরতাল দুঃসাহসের বহিঃপ্রকাশ। আমরা মনে করি, কমিউনিস্টরা হলো স্বীকৃত নাস্তিক ও মোরতাদদের দল, তারা ইসলাম এবং পরকালীন জীবনে বিশ্বসী নয়। আর বর্তমান সরকার হলো তাদের প্রকাশ্য পৃষ্ঠপোষক, তাদের ডাকা এ হরতাল মানে সরকারি দলের ডাকে হরতাল। ওদের দেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যে তারা হরতাল পালন করতে পারে। সরকার তাদের দিয়ে এ সমস্ত রাজনীতির নতুন সমীকরণে খেলছে। আমরা সরকারকে বলতে চাই, তারা যে হরতাল করছে তার পিছনে আপনারা মদদ দিয়ে সহযোগিতা করছেন, দেশের মানুষ আপনাদের এ অপকর্মের জবাব দিতে প্রস্তুত হয়ে আছে। যে দাবির প্রেক্ষিতে তারা মুসলমানদের এ দেশে হরতাল ডেকেছে তা একটি দুঃসাহসের বহিঃপ্রকাশ। তাই নাস্তিক এবং মোরতাদদের প্রতিহত করতে হবে এবং ইসলামপ্রিয় এ মুসলমানদের দেশে তাদের রাজনীতি চলতে পারে না। নাস্তিক্যবাদী কমিউনিস্ট ও তার দোসরদের রাজনীতি বন্ধের দাবিতে ২০ ডিসেম্বর ইসলামী ও সমমনা ১২  দলের ডাকে হরতাল সফল করতে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দেশের সকল ইসলামপ্রিয় মানুষকে আহবান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ