বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সাবেক এমপি আতিউর রহমান আর নেই

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, দিনাজপুর-৬ নির্বাচনের আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আতিউর রহমান গত ১৩ নবেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। মরহুম আতিউর রহমান ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স পাস করেন। কর্মজীবনে তিনি তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজ, যা বর্তমানে দিনাজপুর মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। পরবর্তীতে তিনি সৈয়দপুর ক্যান্ট: পাবলিক কলেজ, সিলেট জালালাবাদ ক্যান্ট: পাবলিক কলেজ ও বগুড়া ক্যান্ট: পাবলিক কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজের দায়িত্ব পালনকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭৮ সালে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে বিএনপিতে যোগদান করেন। ১৯৭৯ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এবং ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব হেভাজন হওয়ায় একাধিকবার সফরসঙ্গী হিসেবে বিদেশ সফর করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ