শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ময়মনসিংহ জিলা স্কুল ও গার্লস ক্যাডেট কলেজ

ময়মনসিংহ সংবাদদাতা : ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ময়মনসিংহ জিলা স্কুল ১৩তম এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ১৮তম স্থান অর্জন করেছে। ’চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে জিলার সেরা ১০ স্কুলের ২২৮৪ পরীক্ষার্থীর মধ্যে ২২৪৬ জন পরীক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২০০ জন পরীক্ষার্থী। জেলার সেরা ১০ স্কুলের মধ্যে ময়মনসিংহ জিলা স্কুল প্রথম (৯১.৭১%), ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২য় (৯১.০০%) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৩য় (৮৯.২২%), সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ৪র্থ (৮৮.২৯%), গভঃ ল্যাবরেটরী হাইস্কুল ৫ম (৭৯.৭২%), প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুল ৬ষ্ঠ (৭৭.২৯%), মুক্তাগাছা আর, কে হাইস্কুল ৭ম (৭৪.১২%), মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ৮ম (৭৪.০৩), ভালুকা পাইলট হাই স্কুল ৯ম (৭১.১৭%) এবং মৃত্যুঞ্জয় স্কুল ১০ম (৭০.৫৭%) স্থানে রয়েছে।

বিগত ৩ বছরের তুলনায় এ দুইটি প্রতিষ্ঠান ফলাফলের দিক থেকে বেশ পিছিয়ে পড়েছে।

ময়মনসিংহ জিলা স্কুল ২০১৩ সালে ৮ম ও ২০১২ সালে ১০ম স্থান লাভ করেছিল। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ বরাবরই শতভাগ জিপিএ-৫ পেলেও এবার যৌথভাবে ঢাকা বোর্ডে ১৮তম। ২০১৩ সালে ৬ষ্ঠ  এবং ২০১২ সালে ৯ম স্থান লাভ করেছিল। ফলাফল খারাপের কারণ সম্পর্কে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

তবে ময়মনসিংহ জিলা স্কুল ও বিদ্যাময়ী স্কুলের ফলাফল সম্পর্কে অভিভাবকগণ জানান, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অন্তর্কলহ, বিষয় ভিত্তিক শিক্ষকদের অন্যত্র বদলী, অবিষয়ক শিক্ষকদের দিয়ে ক্লাস পরিচালনা করার কারণেই এ ধরনের ফলাফল হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ