শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ঘানার বিপক্ষে জয় দিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক : আগে দুই আসরেই ঘানার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল মার্কিনীদের। এবার ঘানাকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্র। ২০০৬ সালে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে এবং পরের আসরে দক্ষিণ আফ্রিকায় শেষ ১৬ লড়াইয়ে ঐ একই ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ঘানা এগিয়ে গিয়েছিল। আশ্চর্যজনক হলো গত সোমবারের ম্যাচে একই ব্যবধানে ঘানাকে পরাজিত করে যুক্তরাষ্ট্র ব্রাজিল বিশ্বকাপের শুভ সূচনার পাশাপাশি আগের দুইবারের মধুর প্রতিশোধও নিয়ে নিয়েছে। ম্যাচটি তাই তাদের কাছে স্মরণীয় হয়েই থাকলো। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই অভিজ্ঞ ক্লিন্ট ডিম্পসের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। জার্মান বংশোদ্ভূত ডিফেন্ডার জন ব্রুকস দুর্দান্ত হেডে ম্যাচের শেষের দিকে গোল করে স্বদেশী কোচ জার্গেন ক্লিন্সম্যানকে নাটকীয় এক জয় উপহার দেন। ম্যাচ শেষের আট মিনিট আগে অবশ্য মিডফিল্ডার আন্দ্রে আইয়েউর গোলে সমতা ফিরিয়েছিল ঘানা। কিন্তু যুক্তরাষ্ট্রের হয়ে নাগরিকত্ব গ্রহণ করা ব্রুকসের গোলেই দুইবারের দুঃসহ স্মৃতি কাটাতে সক্ষম হয়েছে ক্লিন্সম্যান শিষ্যরা। এই নিয়ে বিশ্বকাপে খেলা ১২টি ম্যাচের মধ্যে মাত্র তৃতীয়বারের মতো একের অধিক গোল করার কৃতিত্ব দেখালো মার্কিনীরা। এই পরাজয়ে গ্রুপের অপর দুই দল বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি জার্মান ও পর্তুগালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা ঘানার জন্য কঠিনই হয়ে গেল। দিনের প্রথম ম্যাচে জার্মানি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগালকে। আগামী ২১ জুন ফোরতালেজায় জার্মানির মুখোমুখি হবে ঘানা। এই ম্যাচই কার্যত কেওসি আপিয়াহর দলের বিশ্বকাপে টিকে থাকা নির্ভর করছে। ম্যাচর শুরুর প্রথম মিনিটেই নিজেদের গুছিয়ে নেবার আগেই ডা মার্কোস বিসলির পাস থেকে ডিম্পসে গোল ঘানাকে হতবাক করে দেয়। যুক্তরাষ্ট্রের অধিনায়ক গোল এরিয়ার মধ্যে ঘানার ডিফেন্ডার জন বোয়েকে কাটিয়ে বাম পায়ের জোরালো শটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম দ্রুততম গোলের পরে ডাগ আউটে নিজেকে ধরে রাখতে পারেননি জার্মান এই সাবেক স্ট্রাইকার। যদিও তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৩ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে ফরোয়ার্ড জজি আলটিডোর মাঠের বাইরে চলে গেলে কোচ দুশ্চিন্তায় পড়েন। প্রথমার্ধে ঘানার পক্ষে সবচেয়ে সেরা সুযোগটি নষ্ট করেন মার্সেই স্ট্রাইকার জর্ডান আইয়েউ। বিরতির পরে অবশ্য ঘানাকে বেশ পরিণত দেখা গেছে। যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ডকে অল্পের জন্য পরাস্ত করতে ব্যর্থ হয় সুলে মুনটারির জোরালো শট। এছাড়া অনেকটা ফাঁকায় দাঁড়ানো আসামোয় গায়ানের দু’টি হেডও গোলের ঠিকানা খুঁজে পায়নি। ৮২ মিনিটে বামদিক থেকে গায়ানের একটি ব্যাকহিলের পাস থেকে আইয়েউ দারুণ এক গোল করলে ঘানা শিবিরে স্বস্তি ফিরে আসে। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। ৮৬ মিনিটে ব্রুকসের হেড যুক্তরাষ্ট্রকে জয় এনে দিলেও ঘানাইয়ানদের হতাশ করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ