শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঘানার বিপক্ষে ২৯ সেকেন্ডে গোল করলেন ডিম্পসে

যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম সময়ে গোল করার রেকর্ড গড়েছেন ক্লিন্ট ডিম্পসে। গত সোমবার ঘানার বিপক্ষে তিনি ২৯ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দেন। যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপ খেলা ডিফেন্ডার ডা মার্কোস বিসলে বামদিক থেকে জারমেইন জোনসের দিকে বল পাস করলে তিনি সেটি ডিম্পসের দিকে এগিয়ে দেন। যুক্তরাষ্ট্রের এই অধিনায়ক ঘানার দুই ডিফেন্ডার সুলে মুরটারি এবং জন বোয়ের মাঝ দিয়ে গোলরক্ষক অ্যাডাম কাওয়ারাসেকে বাম পায়ের জোরালো শটে ৮ গজ দূর থেকে পরাস্ত করলে যুক্তরাষ্ট্র শিবির ম্যাচ শুরুর প্রথম মিনিটেই উল্লাসে ফেটে পড়ে। প্রথম আমেরিকান হিসেবে তিনটি বিশ্বকাপের গোল করার কৃতিত্ব দেখালেন এই ফরোয়ার্ড। ২০০৬ সালে ঘানার বিপক্ষে এবং চার বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে মিডফিল্ডার হিসেবে তিনি গোল করেছিলেন। ২০০২ সালের পরে মেক্সিকোর বিপক্ষে ব্রায়ান ম্যাকব্রিডের পরে যুক্তরাষ্ট্রের কোন ফরোয়ার্ডের এটাই প্রথম গোল। ডিম্পসের গোলটি অবশ্য বিশ্বকাপের দ্রুততম গোলের তালিকায় পঞ্চম স্থান দখল করে নিয়েছে।

 বিশ্বকাপের দ্রুততম গোলের তালিকা :

নং খেলোয়াড় দেশ প্রতিপক্ষ      সন         সময়

১. হাকান শুকুর তুরস্ক দক্ষিণ কোরিয়া        ২০০২      ১১ সেকেন্ড

২. ভাকলাভ মাসেক চেকোশ্লোভাকিয়া মেক্সিকো        ১৯৬২     ১৬ সে.

৩. আর্নেস্ট লেহনার জার্মানি অস্ট্রিয়া         ১৯৩৪     ২৫ সে.

৪. ব্রায়ান রবসন ইংল্যান্ড ফ্রান্স   ১৯৮২      ২৭ সে.

৫. ক্লিন্ট ডিম্পসে যুক্তরাষ্ট্র ঘানা   ২০১৪      ২৯ সে.

৬. এমিলে ভেইনানটে ফ্রান্স বেলজিয়াম      ১৯৩৮     ৩৫ সে.

৭. আরনে নাইবার্গ সুইডেন হাঙ্গেরী           ১৯৩৮     ৩৫ সে.

৮. বার্নার্ড ল্যাকোম্বে ফ্রান্স ইতালি            ১৯৭৮      ৩৭ সে.

৯. ফ্লোরিয়ান এ্যালবার্ট হাঙ্গেরী বুলগেরিয়া     ১৯৬২     ৫০ সে.

১০. আডালবার্ট ডেসু রোমানিয়া পেরু        ১৯৩০     ৫০ সে.।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ