শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

ভিত্তি স্থাপন
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের ভিত্তি স্থাপন উপলক্ষে গত শুক্রবার এক অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ভিত্তি স্থাপন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
নবীনবরণ
লালমনিরহাট সংবাদদাতা: গতকাল শুক্রবার জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে রোস্তমপুর মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ভিত্তি ফলক উন্মোচন শেষে নবীনবরণ অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এফবিসিসিআই এর পরিচালক সিরাজুল হক। কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহের তাহু, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনন্ত কুমার রায়, কলেজের অধ্যক্ষ সামিউল বাছির, অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।
উৎসব অনুষ্ঠিত
ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহ স্কলারস স্কুল এন্ড কালচারাল একাডেমী অর্ধদশকে পদার্পণ উপলক্ষে গত শনিবার স্কুল প্রাঙ্গনে কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ ও পরিচালক মিসেস তাহমিনা বানু এবং স্কুলের নির্বাহী পরিচালক মু. জিহাদ রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি এস.এম. জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান মিজানুর রহমান টিটু, পরিচালক মিসেস ইশরাত জাহান পপি, পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
কম্পিউটার বিতরণ
রংপুর অফিস: রংপুর মহানগরীর একটি স্কুলের তথ্য ও প্রযুক্তি শিক্ষাকে উন্নত করতে কম্পিউটার বিতরণ করেছেন বিএনপির সাবেক সভাপতি ও এজেক্স জুট মিলের চেয়ারম্যান কাওসার জামান বাবলা। 
গতকাল দুপুরে নগরীর কেরানীর হাট প্রি-ক্যাডেট স্কুলে তিনি এই শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন  প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাওছার জামান বাবলা। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর আব্দুর রাজ্জাক, আনোয়ারুল ইসলাম,শিক্ষক শিউলী বেগম, শহিদুল ইসলাম, ছাত্রী সানজিদা আক্তার পিংকি,  ফজলুল হক বাদল, আজাদ বসুনিয়া প্রমূখ। এসময় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় সহায়ক ভূমিকা পালন করবে।
শিশু স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার এ সেবা সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে গ্রুপ মিটিং ও প্রচার এবং সেবা প্রদান করা হয়। উদ্বোধনী দিনে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারীরা নিজ নিজ এলাকায় বাড়ী বাড়ী গিয়ে দম্পত্তিদের পরিবার পরিকল্পনা বিষয়ে উদ্বুদ্ধকরণ কাযক্রমে অংশ নেয়। এছাড়া সংশ্লিষ্ট বিভাগ সপ্তাহ জুড়ে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
সাহিত্য সভা
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা: সিদ্ধিরগঞ্জে কাদামাটি সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিদ্ধিরগঞ্জ পুলস্থ শাহীন কম্পিউটার্স এর অস্থায়ী কার্যালয়ে জাতীয় লেখক সোসাইটি সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ শাখা সভাপতি লুৎফর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিবেশ ও মানবাধিকার সোসাইটি ও ক্রাইম বাংলাডটকমের চেয়ারম্যান আতিক আজিজ। সভায় বক্তব্য রাখেন নেজাম উদ্দিন শাহীন, চান মিয়া চান্দু, ইয়াকুব কামাল, আলতাফ হোসেন, ফরিদ আহমেদ, জাকির হোসেন, আবুল হসেম ও মোস্তফা কামাল প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ