শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রায় কার্যকর করতে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি -আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের অপক্ষোয় রয়েছে। আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের অতিরিক্ত আইজি শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন তিনি। আইনমন্ত্রী বলেন, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়ে আপনাদের হয়ত কৌতূহল রয়েছে। তবে বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সভার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল, কিছু মামলা-মোকদ্দমা দ্রুত শেষ করা যায় কিনা, তা নিয়ে আলোচনা হয়েছে।
গত সোমবার এটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রায় কার্যকরে কিছুটা বিলম্ব হতে পারে, সময় লাগতে পারে। এর আগে আইনমন্ত্রী এবং এটর্নি জেনারেল দ্রুত রায় কার্যকরের কথা জানিয়েছিলেন। আইনমন্ত্রী বলেছিলেন, রায় জানার পর থেকে কামারুজ্জামানের ক্ষমা প্রার্থনার জন্য আবেদন দেয়ার সাত দিনের সময় শুরু হবে। আর এটর্নি জেনারেল বলেছিলেন, কামারুজ্জামানের ক্ষেত্রে রিভিউ আবেদনের সুযোগ নেই। সংক্ষিপ্ত অর্ডারে রায় কার্যকর করা যাবে। এরপর এটর্নি জেনারেল আবার বলেন, আপিল বিভাগের রায়ের কপি ট্রাইব্যুনালে গেলে মৃত্যু পরোয়ানা জারি হবে। সেই পরোয়ানা যাবে কারা কর্তৃপক্ষের কাছে। তবে ডিফেন্স টিমের আইনজীবীরা বলেছেন, সংবিধান অনুযায়ী মুহাম্মদ কামারুজ্জামান রিভিউয়ের সুযোগ পাবেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর  ৩০ দিনের মধ্যে রিভিউ করবেন তারা। এর আগে রায় কার্যকরের কোনো সুযোগ নেই।

অনলাইন আপডেট

আর্কাইভ