শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আগামী মাসে ইবোলা ওষুধের পরীক্ষামূলক ব্যবহার শুরু

জেনেভা থেকে এএফপি: চিকিৎসা সংক্রান্ত আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলছে, আগামী মাস থেকে পশ্চিম আফ্রিকার কয়েকটি ক্লিনিকে তারা ইবোলা রোগের বিরুদ্ধে তিনটি নতুন ওষুধের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে।
এই রোগ সংক্রমণের পর প্রথম ১৪ দিন খুবই গুরুত্বপূর্ণ।
আর এই সময়ে এমএসএফ-এর ডাক্তারা দু’টি অ্যান্টি-ভাইরাল ওষুধ এবং ইবোলা থেকে প্রাণে বেঁচে যাওয়া রোগীর রক্তের প্লাজমা ব্যবহার করে নতুন করে ইবোলায় আক্রান্তদের বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন।
এমএসএফ বলছে, তারা এই পরীক্ষায় অংশ নিয়েছে কারণ তাদের আশা এর মধ্যে দিয়ে ইবোলায় আক্রান্তদের দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখার উপায় খুঁজে পাওয়া যাবে।
সংস্থার পক্ষ থেকে বলা হয় যে, এই ওষুধগুলো ইবোলার অলৌকিক নিরাময় ঘটাবে তেমন কোনো নিশ্চয়তা নেই- এই বিষয়টি মনে রাথতে হবে। তবে ইবোলা চিকৎসার কার্যকর প্রতিষেধক খুঁজে বের করার সম্ভাবনা বাড়াতে আমাদের বর্তমানে প্রাপ্য ওষুধের পরীক্ষা চালাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে এপর্যন্ত ৫০০০ মানুষ ইবোলা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
ইবোলায় আক্রান্তদের মৃত্যুর হার শতকরা ৫০ থেকে ৮০।

অনলাইন আপডেট

আর্কাইভ