মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা ॥ আহত ৬

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বুধবার হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালত। নরসিংদীর ভাটপাড়া এলাকার রেশ কাটতে না কাটতেই আবারো এ হামলার ঘটনা ঘটে। ভাটপাড়া থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে কালীগঞ্জে স্থানীয় দালাল চক্র, সন্ত্রাসী ও অবৈধ সংযোগ মালিকরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়। এ সময় হামলাকারীরা অভিযানকারীদের অবরুদ্ধ করে এবং তিনটি গাড়ি ভাঙচুর করে। হামলায় তিতাস গ্যাসের গাড়ি চালকসহ ৫-৬ জন আহত হন। পরে অভিযান না চালিয়েই ওই এলাকা ত্যাগ করেন অভিযানকারীরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃতে তিতাসের একটি দল কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করলে শতাধিক পুরুষ-মহিলা লাঠিসোটা নিয়ে কালীগঞ্জ-জামালপুর সড়কে ব্যারিকেড দিয়ে অভিযানকারী দলকে চারপাশ থেকে ঘিরে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা অভিযানকারী দলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে তিতাস গ্যাসের একটি পিকআপ, একটি মাইক্রোবাস ও ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় তাদের হামলায় চালকসহ ৫-৬ জন শ্রমিক আহত হয়েছে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে অভিযান পরিচালনা না করেই তারা এলাকা ত্যাগ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ