বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ভ্রাম্যমাণ আদালতের অভিযান মিরসরাইয়ে মাদকদ্রব্য ধ্বংস মামলা ও জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে মাদ্রকদ্রব্য ধ্বংস, ১ জনের বিরুদ্ধে মামলা ও ১ জনকে জরিমানা করা হয়েছে।
বুধবার উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ওলীর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বারইয়ারহাট পৌরসভার বাঁশ বাজার এলাকায় একটি ডোবার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।
কাঠ বাজার এলাকায় মো. ইদ্রিসের দোকান থেকে এক বোতল চোলাই মদ উদ্ধার করে।
এ সময় ইদ্রিসের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে উদ্ধারকৃত উক্ত চোলাই মদগুলো ধ্বংস করা হয়।
অপরদিকে, জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় জামশেদ আলমের নির্মাণাধীন ঘরের নির্মাণ সামগ্রীতে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জামশেদকে খুঁজে পাওয়া পায়নি।
মাদকনিয়ন্ত্রণ অধিদফতর সীতাকুন্ডের পরিদর্শক মো. নিজাম উদ্দিন খান বাদী হয়ে জামশেদকে আসামী করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযানে উপস্থিত ছিলেন থানার এএসআই মো. শাহ আলম।

অনলাইন আপডেট

আর্কাইভ