ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

কাতার-মিসর বিরোধ মেটানোর পরামর্শ সৌদি বাদশাহর

রিয়াদ থেকে আলজাজিরা জানায়, কাতারে সঙ্গে সম্পর্কের সব কূটনৈতিক বিরোধ মিটিয়ে ফেলতে মিসরকে আহবান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌউদ। গত কয়েক মাস ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে এই দুই দেশের ভেতর।
এ সপ্তাহের শুরুতে গালফভুক্ত ছয় দেশের সংগঠন ‘গালফ করপোরেশন কাউন্সিল’ বিরোধ নিরসনে একটি চুক্তিতে পৌঁছেছে।
সৌদি বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির বাদশাহ আব্দুল্লাহ বলেন, “রোববারের রিয়াদ চুক্তিতে দোহায় আবারো কূটনৈতিক মিশন চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। নতুন এ সমঝোতা কেবল গালফ দেশের জন্য নয় তা মুসলিম বিশ্বের জন্যও নতুন এক অধ্যায়ের সূচনা হলো।”
প্রত্যাহারের আট মাস পর পুনরায় কাতারের দোহায় সৌদি রাষ্ট্রদূত নিয়োগের একদিন পর এ বিবৃতি দিলেন সৌদি বাদশাহ।
মিসরের মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেবার অভিযোগে গত মার্চ মাসে কাতার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
এদিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুতির বিরোধিতা করে আসছিলো কাতার। আর তা ক্ষুব্দ করে মিসরের সিসি সরকারকে।
এদিকে বুধবার অপর এক বিবৃতিতে ‘গালফ করপোরেশন কাউন্সিল’ এর সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে মিসর সরকার। বিবৃতিতে বলা হয়, “আমরা সবাই একত্রে কাজ করতে চাই।”

অনলাইন আপডেট

আর্কাইভ