ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে : বিদায়ী সৌদি রাষ্ট্রদূত

বাসস: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি বলেছেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আজ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।
তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের সংসদীয় সম্পর্ক, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
এছাড়া তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দু’দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সৌদি আরবের অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সনকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।
স্পীকার ও সিপিএ চেয়ারপার্সন সৌদি আরবের রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু। দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেন।
স্পীকার বাংলাদেশী হাজীদের সুযোগ-সুবিধা প্রদানের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, দু’দেশের সংসদের মধ্যে প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে।
স্পীকার চলতি বছরের গত ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী “পার্লামেন্টারী ইউনিয়ন অব দি ও আই সি মেম্বার স্টেটস” এর নবম সম্মেলনে তার অংশগ্রহণ এবং সম্মেলনে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের স্মৃতিচারণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ