ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

পাকিস্তান অচল কর্মসূচি অব্যাহত রাখার হুমকি ইমরান খানের

পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান হুমকি দিয়েছেন, আগামী ৮ ডিসেম্বরের আগে ভোট জালিয়াতি তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠিত না হলে তার দল পূর্বঘোষিত পাকিস্তান অচল কর্মসূচি বাতিল করবে না। রাজধানী ইসলামাবাদে এক ভাষণে এ হুমকি দিয়েছেন তিনি। গত আগস্ট থেকে তার দল ইসলামাবাদে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে।
৮ ডিসেম্বর ফয়সলাবাদ অচলের মধ্য দিয়ে পাকিস্তান অচল কর্মসূচি শুরুর পরিকল্পনা করেছে পিটিআই। এ কর্মসূচি অনুযায়ী ১২ তারিখে করাচি এবং ১৫ তারিখে লাহোর অচল করা হবে। এ ছাড়া, ১৮ তারিখে সমগ্র পাকিস্তান অচল করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
সরকার বিরোধী আন্দোলনের ক্ষেত্রে পিটিআই নমনীয় হয়েছে বলে আশাবাদ সৃষ্টির ২৪ ঘণ্টার মধ্যেই এ হুমকি দেয়া হলো। এর আগে পিটিআই বলেছিল, ৬ ডিসেম্বরের মধ্যে যদি সরকার আলোচনা শুরু করে তাহলে তারা দেশ অচল করে দেয়ার কর্মসূচি থেকে সরে আসবে। পাকিস্তান সরকার আলোচনা শুরু করতে পারে বলে আভাস দেয়ার পরিপ্রেক্ষিতে পিটিআই’র পক্ষ থেকে সতর্কতার সঙ্গে ওই ঘোষণা দেয়া হয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ