রিকশাচালকের ৮০ হাজার টাকা লুট!
অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর এলাকায় ছিনতাকারীদের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ সময়ে ছিনতাকারী দলের সদস্যরা তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন বলে তিনি দাবি করেছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
আহত আবদুল আজিজ বাগেরহাট জেলার মকবুল হোসেনের ছেলে। তার স্ত্রী রাবেয়া বেগম সাংবাদিকদের জানান, তাদের একজন আত্মীয় আবদুল আজিজের জন্য কুয়েত থেকে ভিসা পাঠিয়েছেন। জমি বিক্রি করে টাকা নিয়ে বাগেরহাট থেকে রোববার ভোর পাঁচটার দিকে ঢাকায় আসেন তিনি। এ সময় মিরপুর ২ নম্বর হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে পৌঁছলে কয়েকজন যুবক আবদুল আজিজের গতিরোধ করে। পরে তার সঙ্গে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: নতুন বার্তা