বেনাপোলে ৮৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক
বেনাপোল সংবাদদাতা: বিজিবি সদস্যরা বেনাপোল আমড়া খালি এলাকায় অভিযান চালিয়ে ৮৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চাপাতা, ময়ূরের পাখা, হাতের শাখা, চশমা, ইমিটেশন সামগ্রী ও বাইসাইকেল আটক করেছে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, রাতে বিজিবির একটি টহল দল আমড়া খালি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৮৭ লাখ ৫১ হাজার টাকার অবৈধ পন্য আটক করে। আটক মালামাল বেনাপোল শুল্কগুদামে জমা দেয়া হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।