ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনি মন্ত্রী নিহত

ভূমি দখল এবং দেয়াল নির্মাণের প্রতিবাদ বিক্ষোভে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের মন্ত্রী জিয়াদ আবু আইন (৫৫) নিহত হয়েছেন।
আজ বুধবার রামাল্লাহর উত্তর-পূর্বাঞ্চলীয় তুরমুসাইয়া গ্রামে ‘সেপারেশন’ দেয়াল নির্মাণের প্রতিবাদ মিছিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বিক্ষোভ মিছিলে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আবু আইনকে লক্ষ্য করে গ্যাস ছুঁড়ে। এ ছাড়া কয়েকজন সেনাকে তার বুকে আঘাত করতে দেখা যায়।
গুরুতর আহত অবস্থায় রামাল্লাহর একটি হাসপাতালে এই মন্ত্রীকে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়
জিয়াদ আবু আইন ফিলিস্তিন সরকারের অ্যান্টি-ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের প্রধান ছিলেন।
উল্লেখ্য, দখলদার ইসরাইল ফিলিস্তিনিদের ভূ-খণ্ড দখল করে তাদের প্রতিনিয়ত উচ্ছেদ করে আসছে। দখলকৃত এলাকা নিয়ন্ত্রণে তারা দেয়াল দিয়ে আশপাশের ফিলিস্তিনিদের ওই এলাকা থেকে বিচ্ছিন্ন করে রাখার কৌশল অবলম্বন করেছে।
এদিকে, আবু আইনের নিহতের ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে ইসরাইলের সঙ্গে সব ধরনের নিরাপত্তা সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা জিবরিল রাজাউব।
এছাড়া এই হত্যাকাণ্ডকে ‘বর্বর কাণ্ড’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

অনলাইন আপডেট

আর্কাইভ