শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা

সংগ্রাম ডেস্ক : রাজনীতির মাঠে নামতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই। একইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখেন বলে জানিয়েছেন তিনি। বুধবার অসলোতে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এক কথা জানান। মালালা বলেন, “বৃটেনে পড়াশোনা শেষ করে আমার স্বপ্ন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার।” এবছর শান্তিতে যৌথভাবে নোবেল বিজয় করেন মালালা ও ভারতের কৈলাশ সত্যার্থী। সবচাইতে তরুণ হিসেবে মালালা শান্তিতে নোবেল জয় করেছেন। নারী শিক্ষা প্রচারের কাজ করার জন্য ২০১২ সালের আক্টোবর মাসে তালেবান বন্দুকদারীদের হামলার শিকার হন তিনি। বিবিসি।

অনলাইন আপডেট

আর্কাইভ