শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লিভারপুলকে কাঁদিয়ে শেষ ষোলতে বাসেল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ড্র করে শেষ ষোলতে গ্রুপ ‘বি’ থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে জায়গা করে নিয়েছে বাসেল। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে বাসেল। শেষ ষোলতে উঠতে ব্যর্থ হওয়া লিভারপুলকে তাই খেলতে হবে ইউরোপা লিগে। সুইজারল্যান্ডের জায়ান্ট বাসেল ম্যাচের প্রথম গোলটি আদায় করে নিয়ে লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্সকে বেশ চাপের মধ্যে ফেলে দেয়। অতিথি হিসেবে খেলতে নেমে ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোল হজম করে বসে স্বাগতিকরা। বাসেলের তারকা সুইস মিডফিল্ডার ফাবিয়ান ফ্রেই লুকা জুফির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে গোল শোধ দিতে না পারা রজার্স শিষ্যরা উল্টো ম্যাচের ৬১তম মিনিটে বেশ বড় ধাক্কা খায়। বাসেলের খেলোয়াড় বেহরাং সাফারির মুখে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় লিভারপুলের ল্যাজার মার্কোভিচ। ফলে, দশ জনের দল নিয়ে ম্যাচের বাকি সময়টা খেলতে হয় অলরেডসদের। ম্যাচের ৮১তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্বাগতিকরা। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন স্টিভেন জেরার্ড। কিন্তু সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি টেবিলে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া লিভারপুলের। দুই পয়েন্ট বেশি নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী হিসেবে শেষ ষোলোর টিকিট করে নিল বাসেল। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ