ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

রাজধানীর মালিবাগে জামায়াতের মিছিল পুলিশের গুলি আহত-১৫, আটক-৪

গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারির প্রতিবাদে ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে আজ সকাল পৌঁনে ৮টায় মালিবাগে মিছিল, পিকিটিং করে রমনা থানা জামায়াতের কর্মীরা। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমনা থানা শাখার সেক্রেটারী এডভোকেট জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, আব্দুল কাইয়ুম, শিবির নেতা শরিফুল ইসলাম, আশ্রাফ উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ।

মিছিলটি মালিবাগ রেলগেইট থেকে শুরু হয়ে চৌধুরী পাড়ায় এলে পুলিশ ও আওয়ামীলীগের কর্মীরা যৌথভাবে অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গুলিতে ৫ জামায়াত কর্মীসহ ১৫ পথচারি আহত হয়। এক পর্যায়ে জনতার প্রতিরোধে আওয়ামীলীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে ৪ পথচারিকে আটক করে।

অনলাইন আপডেট

আর্কাইভ