ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

রাজধানী বিভিন্ন স্থানে ৪ গাড়ীতে আগুন, অর্ধশত ভাংচুর

রাজধানীতে ৩টি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রোববার ঢাকার পল্টন, মালিবাগ, উত্তরা ও মতিঝিলে এসব ঘটনা ঘটেছে।
৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির আগের দিন বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো।
বর্ষপূতির দিনটিকে গণতন্ত্র পুনরুজ্জীবন দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিরোধীজোটের ঘোষণা ছিলো এ দিনটিকে গণতন্ত্র হত্যাদিবস হিসেবে পালনের।

এদিকে রোববার দুপরের দিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।

আজ দুপুর ১টা ৪০ মিনিটে পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সামনে বাসে আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসচালক জানান, ৫/৬ জন দুর্বৃত্ত এসে বাস থামাতে বলেন। বাস থামালে তারা যাত্রীদের নামিয়ে বাসে ‍অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে।
এছাড়া উত্তরা ও মালিবাগে অপর একটি বাসে ও মতিঝিলে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর হাতিরঝিলে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এছাড়া বাংলামটরে ছাত্রদলের প্রায় কয়েক'শ নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে সেখানে অন্তত অর্ধশত গাড়ী ভাংচুর করেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ