জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়নি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জরুরি অবস্থা জারি করার মত পরিস্থিতি সৃষ্টি হয়নি। সহিংসতা দমনে নতুন কোনো আইনেরও প্রয়োজন নেই।
আজ বুধবার জাতীয় সংসদ বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে অধিবেশনে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতা খালেদা জিয়া হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তিনি পাগল হয়ে গেছেন। লাশের ওপর পা দিয়ে ক্ষমতায় যেতে চান খালেদা জিয়া।
তিনি বলেন, অলীক স্বপ্ন যারা দেখছে, যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, আমাদের রক্ত থাকতে তা হতে দেবো না।