ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

গাজীপুর, বগুড়া ও পিরোজপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন

২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ ও টানা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গাজীপুর, বগুড়া ও পিরোজপুরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। গাজীপুর ও বগুড়ায় বাস থেকে লোকজন নামিয়ে আগুন দেয় দুর্বৃত্বরা।

গাজীপুর:
গাজীপুরের তেলিপাড়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল রাত পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, মহানগরের তেলিপাড়া এলাকায় পার্কিং করা শ্রমিকবাহী একটি বাসে ঘুমিয়ে ছিলেন বাসটির চালক ও তার সহকারী।
রাত পৌনে ৪টার দিকে একদল যুবক হামলা করে চালক ও তার সহকারীকে বের করে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশ কিছু সিট পুড়ে গেছে।

বগুড়া:
বগুড়ার ঠনঠনিয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ডে বাবলু পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৩৮২৮) আগুন দিয়েছে অজ্ঞাতরা।
আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে বাস থেকে যাত্রী নামিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি ঢাকা থেকে ছেড়ে বগুড়ায় আসে। ঠনঠনিয়া অন্তঃজেলা বাসস্ট্যান্ডে পৌঁছলে যাত্রী নামিয়ে দিয়ে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়।
বগুড়া সদর থানার ডিউটি অফিসার পিএসআই দিলালুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পিরোজপুর:
পিরোজপুরের ভান্ডারিয়ার কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা।
রোববার রাত ১টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।
জানা গেছে, রাতে কাঁঠালিয়া-ভান্ডারিয়া রুটের রায়হান নামে দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে ধোয়া বের হতে দেখে টহল পুলিশ।
এসময় তারা ভান্ডারিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু এর আগেই বাসের সিটগুলোসহ ভেতরের অংশ পুড়ে যায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু জাহিদ জানান, কিভাবে বাসে আগুন লেগেছে তা জানা যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ