শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সর্বস্তরে বাংলা ভাষা চালু করুন -শ্রমিক কল্যাণ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বাংলার দামাল ছেলেরা নিজেদের তাজা রক্ত ঢেলে দিলেও আজ পর্যন্ত বাংলা ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়নি।
গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজিপুর মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফেডারেশনের গাজীপুর মহানগরীর সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল বাছির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ জিএম সেলিম, মাহবুবুর রহমান ও নুরে আলম ভূইয়া।
অধ্যাপক হারুন খান আরো বলেন, দেশের মানুষ এখনও তাদের খাওয়া-পরাসহ বাক স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরে পায়নি। বর্তমান অবৈধ ও অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলকারী সরকার মানুষের ভোটাধিকার এবং ন্যায় সংগত কথা বলার অধিকার টুকুও কেড়ে নিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ