ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

কাশ্মীরে বিজেপির জোট সরকার গঠন, পিডিপির মুফতি সাঈদ মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে রোববার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মুফতি মুহাম্মদ সাঈদ।

জম্মু বিশ্ববিদ্যালয়ের জেনারেল জোরাবর মিলনায়তনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র নেতা নির্মল সিং। এর মাধ্যমে ভারতে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরে প্রথমবারের মত জোট সরকার গঠন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, কিছু বিষয়ে মত বিরোধ সত্ত্বেও ন্যুনতম কয়েকটি কর্মসূচির ভিত্তিতে কাশ্মীর উপত্যকায় জোট সরকার গড়তে রাজি হয় বিজেপি ও পিডিপি। আর এর মাধ্যমে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য সরকারে প্রথমবারের মত হিন্দু জাতীয়তাবাদী দল অংশ নিল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আদভাণীসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ