ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

প্রতিদিন ভারতে ২ হাজার কন্যা শিশু হত্যা করা হয়

সংগ্রাম অনলাইন:
ভারতে প্রতিদিন গর্ভে থাকা অবস্থায় অথবা ভূমিষ্ঠ হওয়া মাত্র মেরে ফেলা হয় প্রায় ২ হ‌‌াজার কন্যা শিশুকে। এমন তথ্য দিয়েছেন খোদ ভারতের নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রী মানেকা গান্ধি। তিনি জানান, এর ফলে ভারতে কন্যা সন্তানের তুলনায় ছেলে সন্তানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদিন প্রায় ২ হাজার কন্যা সন্তানকে হত্যা করা হচ্ছে। এদের কেউ গর্ভেই খুন হচ্ছে আবার কাউকে জন্মা নেয়া মাত্র মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হচ্ছে।

মোদি সরকারের এই মন্ত্রী গত জানুয়ারি থেকে শুরু হওয়া 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রচারণার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এর ফলে কিছু সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তবে এক-দুই বছরে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি মনে করেন না।

মানেকা জানান, অনেকে কন্যা সন্তান গ্রহণ করলেও তাদের এতিমখানায় ভর্তি করিয়ে দিচ্ছেন।

এর আগে ২০১১ সালে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল পরিচালিত এক জরিপে দেখা যায়, আগের তিন দশকে ভারতে প্রায় ৩০ লাখ কন্যা সনন্তানকে হত্যা করা হয়। দেশটিতে ছেলে সন্তানদের 'সমৃদ্ধি' আর কন্যা সন্তানদের বোঝা হিসেবে বিবেচনা করা হয়।-সূত্র: বাংলা ট্রিবিউন

অনলাইন আপডেট

আর্কাইভ