ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

মধ্যরাতে একাদশ শ্রেণির তালিকা প্রকাশ

অবশেষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

রোববার রাত সাড়ে ১২টার পরপরই এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে কারিগরি ত্রুটির কারণে এই তালিকা প্রকাশ কয়েক দফা পেছানো হয়।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বুয়েটে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের তথ্য জানান।

 

বিলম্ব ফি ছাড়া ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।

২৫ জুন রাত সাড়ে ১১টায় আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করার কথা থাকলেও কারগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশ কয়েক দফা পেছানো হয়।

ভর্তির মেধা তালিকা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ