ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

সীমান্ত এলাকায় ১৮ নারী-শিশু উদ্ধার

অবৈধভাবে ভারতে যাওযার পথে বাগেরহাটে নারী ও শিশুসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে দড়াটানা সেতু  এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বাগেরহাট সদর ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো. ইউনুছ আলী। 

গ্রেপ্তার মো. আব্বাস হাওলাদার (৪০) মোরেলগঞ্জ উপজেলার চালতেবুনিয়া গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে।

ইউনুছ আলী জানান,  সকালে বাগেরহাটমুখী একটি ট্রাক থামিয়ে তাতে তল্লাসি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতর ওই ১৮ জনকে বসে থাকতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ  করে পুলিশ।

তারা ভালো কাজের আশায় ও অনেকের স্বজনরা সেদেশে থাকায় দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছেন বলে পুলিশকে জানান, বলেন ইউনুছ।

পরে ট্রাকসহ আব্বাস ও বাকিদের বাগেরহাট মডেল থানায় নিয়ে আসা হয় বলে ইউনুছ জানান।

বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক জানান, আব্বাস হাওলাদার একজন পেশাদার পাচারকারী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, বাগেরহাট থেকে পার্শ্ববর্তী দেশে মানুষ পাচার করার বিষয়ে পুলিশের কাছে গোপন তথ্য রয়েছে। তার ভিত্তিতে পুলিশকে যাত্রীবাহী বাস,  ট্রাক ও মাইক্রোবাসের প্রতি বিশেষ নজর রাখতে বলা হয়েছিল।

উদ্ধার সবাই বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানান পুলিশ সুপার।-বিডিনিউজ

অনলাইন আপডেট

আর্কাইভ