ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

মন্ত্রিসভায় অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন অনুমোদন



স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিতে গঠন করা হচ্ছে অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এ জন্য ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের দৃষ্টিতে এটি একটি যুগান্তকারী আইন। বিশ্ববিদ্যালয়গুলোকে একটি নির্দিষ্ট মানে উন্নীত করতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হবে।
কাউন্সিলে চেয়ারম্যানসহ ১১ জন সদস্য থাকবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এ ছাড়া ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

অনলাইন আপডেট

আর্কাইভ