ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

নিত্যরঞ্জন হত্যার দায় স্বীকার আইএসের

অনলাইন ডেস্ক: পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে (৬২) হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’ এ তথ্য জানিয়েছে বলে দাবি করেছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’।

আমাকের বরাত দিয়ে সাইট আরো জানায়, নিত্যরঞ্জনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার দায় স্বীকার করেছে আইএস।

উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের মানসিক হাসপাতালের গেটের কাছে নিত্যরঞ্জন পা-েকে কুপিয়ে হত্যা করা হয়।

নিত্যরঞ্জনের বাড়ি গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকায়। তিনি প্রায় ৪০ বছর ধরে হেমায়েতপুরের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।
ডি.স/আ.হু

অনলাইন আপডেট

আর্কাইভ