ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

তিন বছর পর রানা প্লাজা ধসের মামলায় বিচার শুরু

২০১৩ সালে রানা প্লাজা ধসে মারা যায় ১১শয়ের বেশি শ্রমিক

অনলাইন ডেস্ক: সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় প্রায় তিনবছর পর ভবন মালিক সোহেল রানাসহ ১৮জন অভিযুক্তের বিচার শুরু হচ্ছে।

এই ঘটনায় যে তিনটি মামলা হয়েছে, তার একটি, ইমারত নির্মাণ আইনে করা মামলায় মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার একটি আদালত।

মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ অগাস্ট দিন নির্ধারণ করা হয়েছে। যদিও ১৮ জন অভিযুক্তের মধ্যে পাঁচজন পলাতক রয়েছেন।

অভিযুক্তদের পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হলেও, আদালত তা খারিজ করে দেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে আট তলা রানা প্লাজা ধসে ১১শয়ের বেশি শ্রমিক নিহত হয়। আহত হন আরো সহস্রাধিক শ্রমিক। ওই ঘটনার পর বাংলাদেশের পোশাক খাতের শ্রম পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় মোট তিনটি মামলা করা হয়। এর একটি হত্যার অভিযোগে, ইমারত বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগে একটি এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়।

ভবন নির্মাণে নকশায় ক্রুটি, অনুমোদন না নিয়ে ভবন সম্প্রসারণ এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে রাজউকের কর্মকর্তা হেলাল উদ্দিন মামলাটি দায়ের করেন।

রানা প্লাজা ধসের হত্যা মামলায় ৪১ আসামির বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন হওয়ার কথা থাকলেও, তা তৃতীয়বারের মতো পিছিয়ে দেয়া হয়।

অভিযোগ গঠনের জন্য ১৮ জুলাই অভিযোগ গঠনে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ