মালিবাগ বাজারে মরা মুরগী বিক্রির অভিযোগে ২ জন আটক
অনলাইন ডেস্ক: রাজধানীর মালিবাগ বাজারে অভিযান চালিয়ে মরা মুরগীর মাংস বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছ থেকে দেড় মণ মরা মুরগি উদ্ধার করা হয়। তাদের প্রত্যককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বিকাল ৩ টা ৫০ মিনিটে ঢাকা মেট্টপলিটন পুলিশের (ডিএমপি) ম্যাজিষ্ট্রেড মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে মৌচাক মোড় এলাকার মা মনি হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে আরো কিছু মরা মুরগি উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রম্যমান আদালতের এ অভিযান অব্যহত রয়েছে।