অবসর গ্রহণের ঘোষণা দিলেন মেসি
অনলাইন ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থতার দায় নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওলেন মেসি। খবর এএফপির।
যার পায়ে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা সেই লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালে আজ আবারও হতাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকদের।
সোমবার বাংলাদেশ সময় সকালে ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা চিলির কাছে ৪-২ গোলে হেরে যায়।
অবশ্য আসরের শুরু থেকে দলকে ফাইনালে নিয়ে আসেন মেসি। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নামের পাশে হ্যাটট্রিকসহ পাঁচটি গোল এবং চারটি গোলে সহায়তা করেন।
সেই মেসিই ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় থাকেন নিষ্প্রভ।