ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

জাকির নায়েকের সাংবাদিক সম্মেলন বাতিল

অনলাইন ডেক্স : ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে কোনো জায়গা বরাদ্দ না পাওয়ায় সাংবাদিক সম্মেলন বাতিল করেছেন ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েক। এ নিয়ে তৃতীয়বারের মতো বাতিল হলো তাঁর পূর্বঘোষিত সাংবাদিক সম্মেলন।
জাকির নায়েকের গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) এক মুখপাত্র আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) এ তথ্য জানান।
ওই মুখপাত্র বলেন, সাংবাদিক সম্মেলন করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা খুব শিগগির সংবাদ সম্মেলনের আরেকটি তারিখ ঘোষণা করব। নায়েক নিজেই সবার সামনে কথা বলতে ইচ্ছুক।
এর আগে আইএএনএস জানিয়েছিল, তিনটি পাঁচতারকা হোটেল এবং বিশ্ববাণিজ্য কেন্দ্র (ডব্লিউটিএ) জাকির নায়েককে সাংবাদিক সম্মেলনের অনুমতি দেয়নি।
গত ১ জুলাই রাতে ঢাকার গুলশানে অভিজাত হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জড়িত জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এর পর বাংলাদেশ সরকার তাঁর প্রতিষ্ঠিত পিস টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ