ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

অভ্যুত্থানের কথা জানতো না সেনা-জওয়ানরা!

অনলাইন ডেক্স : কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মহড়ার কথা বলে তুরস্কের রাস্তায় দেশের সামরিক বাহিনীর জুনিয়র সেনাদেরকে নামানো হয়েছিল। ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জনগণের হাতে আটক সেনারা এমনটাই জানিয়েছেন। যা নিয়ে প্রবল সমালোচনা তৈরি হয়েছে।


দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকেতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জনগণের হাতে আটক সেনাদের সামরিক দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে জেরা জুনিয়ার সেনা-জওয়ানেরা জানান, এটা যে অভ্যুত্থান ছিল বিষয়টি তারা কখনই জানত না। সাধারণ জনতা যখন ট্যাংক দখল করে সেটাতে চড়ে বসছিল, তখন কিছু সেনা বুঝতে পারে অভ্যুত্থানের অংশ হিসেবেই তাদেরকে নামানো হয়েছিল রাস্তায়।
এখন পর্যন্ত অভ্যুত্থানে জড়িত প্রায় ৬০০০ জনকে আটক করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ