ঢাকা, মঙ্গলবার 16 April 2024, ০৩ বৈশাখ ১৪৩০, ৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

নরওয়েতে কনসার্টের সময় ছাদ ধসে আহত ১৫

অনলাইন ডেস্ক: রোববার রাতে নরওয়ের রাজধানী অসলোর একটি মিলনায়তনে সঙ্গীতানুষ্ঠান চলার সময় ছাদের সিলিংয়ের একটি অংশ ধসে ১৫ জন আহত হয়েছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের কারো আঘাত গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, অসলোর সেনত্রাম সেনম মিলনায়তনে মার্কিন হাউস মিউজিক ডিজে স্টিভ আওকির ওই অনুষ্ঠানটিতে প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দমকল কর্মীদের বরাতে মিরর জানায়, সিলিংয়ের এক বর্গমিটার অংশ ধসে পড়েছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসে পড়া অংশ মঞ্চের উপর পড়েছে। এ সময় আওকি সঙ্গীত পরিবেশনরত ছিলেন। দুর্ঘটনার পর মিলনায়তনটি খালি করে বন্ধ করে দেয় পুলিশ, দমকলকর্মীরা মিলায়তনের নিরাপত্তা নিশ্চিত করেছেন। -বিবিসি

অনলাইন আপডেট

আর্কাইভ