ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

শরীয়তপুরে অপহরণের পর হত্যার দায়ে দুইজনের ফাঁসি

অনলাইন ডেস্ক: শরীয়তপুরে অপহরণের পর লিংকন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তদন্তে গাফিলতির কারণে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান লিখন সাংবাদিকদের জানান, ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, সোহাগ হাওলাদার ও আতাবুর রহমান বাবুল।

রায় ঘোষণার পরে দুই আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৫ জুন লিংকনকে অপহরণ করে বিনোদপুর শিমুলতলী এলাকায় পাটক্ষেতে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা মোজাম্মেল খান বাদী হয়ে তিন আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন।

পরে ঘটনার তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে বিচারের জন্য মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ