শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কলারোয়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহে অগ্রগতি নেই

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : সরকারি ক্রয় মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি হওয়ায় কলারোয়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের অগ্রগতি নেই। ধান-চাল চলে যাচ্ছে ব্যবসায়ীদের আড়তে। ফলে আড়তদারদের পোয়াবারোই বলা যায়। জানা গেছে, এবার শেষ মওসুমে প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে আমন ধানের ফলন মারাত্মকভাবে হvস পায়। অনেকের ঘরে মওসুমের খাবার ধান পর্যশ্চ উঠেনি। এতে বাজারে ধানের আমদানি একেবারে হvস পায়। ফলে ধানকাটা মওসুমে ধান-চালের মূল্য বাড়তে শুরু করে। সকলে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। আর আড়তদাররা মূল্য বৃহ্নি করে ধান-চালের মজুদ গড়ে তুলতে শুরু করে। এদিকে সরকারের ধান-চাল সংগ্রহের ঘোষণা দেয়ার আগে প্রতিকেজি চালের মূল্য ২৪ টাকা এবং প্রতিকেজি ধানের মূল্য ১৬ টাকায় উঠে। কিশ্চু সরকারি সংগ্রহ মূল্য ঘোষণা করে প্রতিকেজি ২২ টাকা এবং প্রতিকেজি ধান ১৪ টাকা। ফলে বাজার মূল্য বেশি হওয়ার কারণে সরকারি গুদামে ধান দেয়ার জন্য কোনো চাষী আর চাল দেয়ার জন্য কোনো ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যায়নি। এরপর ধান-চালের দাম বৃহ্নি অব্যাহত রয়েছে। বর্তমানে প্রতিকেজি মোটা চাল ২৬ টাকা এবং প্রতিকেজি ধানের বাজার মূল্য সাড়ে ১৭ টাকা। এতে করে ধান আর চাল চলে যাচ্ছে ব্যবসায়ীদের আড়তের দিকে।

অনলাইন আপডেট

আর্কাইভ