ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন

অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালায়। আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার মন্ত্রীর কার্যালয়ে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশের এই আগাম সংবাদটি জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রতিবেদন আমার হাতে আছে। রিজার্ভের অর্থ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে কয়েকবার করে এই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে আগের সব কয়বারই প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন তিনি।

সর্বশেষ গত ২১ আগস্ট অর্থমন্ত্রী অঙ্গীকার করেছিলন, রিজার্ভ চুরির বিষয়ে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।এবার তিনি তার অঙ্গীকার পূরণ করতে যাচ্ছেন।
ডি.স/আ.হু

অনলাইন আপডেট

আর্কাইভ