ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

হান্নান শাহ'র কফিন আসবে বুধবার ॥ শুক্রবার পারিবারিক কবরস্থানে দাফন

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর প্রথম জানাজা হবে আজ মঙ্গলবার রাতে।

সিঙ্গাপুরের স্থানীয় সময় এশার নামাজের পর সেরাঙ্গুন রোডের অ্যাঙ্গোলিয়া জামে মসজিদে বিএনপির এই নেতার জানাজা অনুষ্ঠিত হবে।

এর পর আগামীকাল বুধবার সন্ধ্যায় দেশে নিয়ে আসা হবে হান্নান শাহর কফিন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে লাশটি রাখা হবে।

হান্নান শাহর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাজাহান সিরাজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় সংসদ ভবন এলাকায় তৃতীয় জানাজা, বেলা দেড়টায় পল্টন দলীয় কার্যালয়ে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।

পরদিন শুক্রবার সকাল ৯টায় রাজবাড়ী মাঠ গাজীপুরে পঞ্চম জানাজা, সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট হাইস্কুল মাঠে ষষ্ঠ জানাজা, জুমার নামাজের পর ঘাগুটিয়ার ছালা হাইস্কুল মাঠে সপ্তম ও সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আ স ম হান্নান শাহকে।

আজ ভোর ৫টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের র‍্যাফেল হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৫ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ভর্তি হওয়ার দুই দিন পর হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে ১০ সেপ্টেম্বর আবার তাঁর অবস্থার অবনতি ঘটে। এর পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠানোর কথা বলেন চিকিৎসকরা।

হান্নান শাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ১১ সেপ্টেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হয়। র‌্যাফেল হার্ট হাসপাতালের চিকিৎসক ডা. অ্যালভিন এনজির নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহর শরীরে অস্ত্রোপচার করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ